ট্রাস্ট ইসলামী লাইফের দেশব্যাপী এফএ প্রশিক্ষণ শুরু

ডেস্ক রিপোর্ট: ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের দেশব্যাপী সকল শাখায় এফএ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। সোমবার বরিশাল বিভাগে এ প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করেন কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বীমা কোম্পানিটি এসব তথ্য জানিয়েছে।

বরিশালের মুলাদি, মিয়ারহাট এবং মিয়ারহাট অফিসে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এ প্রশিক্ষণ কার্যক্রম চলে। বাংলাদেশ ইনস্টিটিউট অব প্রফেশনাল ডেভোলপমেন্ট (বিআইপিডি)এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিআইপিডি'র ডিরেক্টর জেনারেল কাজী মোরতুজা আলী, কোম্পানির ডিএমডি পারভেজ সাজ্জাদ, এসএএমডি কাজী মোশারফ হোসেন রানাসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

অনুষ্ঠানে কোম্পানির মূখ্য নির্বাহী গিয়াস উদ্দিন বলেন, যারা মাঠে কাজ করেন এবং তাদের পরিপূর্ণ প্রশিক্ষণ থাকলে বীমা ব্যবসার প্রসার অনেক স্বচ্ছ এবং সমৃদ্ধ হয়, এ লক্ষ্যে ট্রাস্ট ইসলামী লাইফ সারাদেশে সকল অফিসের এফএ ট্রেনিং চালু করেছে।