চট্টগ্রাম ও ফেনীতে হোমল্যান্ডের ২ কোটি ৩০ লাখ টাকার চেক হস্তান্তর

ডেস্ক রিপোর্ট: চলতি মাসে হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি চট্টগ্রাম ও ফেনী এলাকার গ্রাহকদের মাঝে মোট ২ কোটি ৩০ লাখ টাকার চেক হস্তান্তর করেছে।

মঙ্গলবার সকালে কোম্পানির এক পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ০২ মার্চ ফেনীর মিড টাউন কনভেশন হলে হোমল্যান্ড লাইফ গ্রাহকদের ৮২ লাখ টাকার চেক হস্তান্তর করে। এছাড়া গত ৬ মার্চ চট্টগ্রামে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন অডিটোরিয়ামে গ্রাহকদের মাঝে ১ কোটি ৪৮ লাখ টাকার চেক হস্তান্তর করা হয় বলে জানানো হয়।

ফেনীর চেক হস্তান্তর অনুষ্ঠানে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা আজিজুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (যুগ্মসচিব) খলিল আহমদ।

অন্যদিকে চট্টগ্রামে আজিজুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আইডিআরএ সদস্য ড. এম মোশাররফ হোসেন, বিশেষ অতিথি ছিলেন হোমল্যান্ড লাইফের পরিচালক মোহাম্মদ জুলহাস।

এছাড়া অনুষ্ঠানগুলোতে কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।