পপুলার লাইফের ৬ কোটি ৭০ লাখ টাকা দাবি পরিশোধ

ডেস্ক রিপোর্ট: পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ৩ হাজার ২৯৫ গ্রাহকের বীমা দাবির ৬ কোটি ৬৯ লাখ ৭৩ হাজার ৭৬৯ টাকা পরিশোধ করা হয়েছে। সম্প্রতি রাজধানীর আইডিইবি মিলনায়তনে এ চেক হস্তান্তর অনুষ্ঠান ও আলোচনা সভা আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ’র চেয়ারম্যান মো. শফিকুর রহমান পাটোয়ারী।

কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ’র সদস্য গকুল চাঁদ দাস ও নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব) খলিল আহমদ। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব ও কোম্পানির সিনিয়র কনসালট্যান্ট আবদুল আউয়াল হাওলাদার, সিনিয়র ডিএমডি নন্দন ভট্টাচার্য, ডিএমডি সৈয়দ মোতাহার হোসেন, মো. নওশের আলী নাঈম, মো. আবু তাহের ও মো. হাবিবুর রহমান প্রমূখ। কোম্পানির জনসংযোগ বিভাগের উপ-ব্যবস্থাপনা পরিচালক আলমগীর ফিরোজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।