ন্যাশনাল লাইফের ৩০% নগদ লভ্যাংশ অনুমোদন

ডেস্ক রিপোর্ট: ২০১৮ সালের ব্যালেন্সসীট ও শেয়ারহোল্ডারদের জন্য প্রতিটি ১০ টাকা মূল্যমানের শেয়ারের বিপরীতে ৩০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স। রাজধানীর কারওয়ান বাজারস্থ এনএলআই টাওয়ারে গত ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত কোম্পানির ৩৪তম বার্ষিক সাধারণ সভায় এ অনুমোদন দেয়া হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বীমা কোম্পানিটি এ তথ্য জানিয়েছে।

ন্যাশনাল লাইফের চেয়ারম্যান মোরশেদ আলম এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠানে কোম্পানির সাবেক চেয়ারম্যান মাহমুদুল হক তাহের, পরিচালকবৃন্দের মধ্যে আলমগীর কবির এফসিএ, মতিউর রহমান, এসআই চৌধুরী, ব্রিগিডিয়ার জে. (অব.) নাসির উদ্দিন আহমেদ, মজিবুর রহমান, এয়ার কমোডর (অব.) মো. আবু বকর এফসিএ, দাস দেব প্রসাদ, কেআই হোসেন, মোহাম্মদ হারুন পাটোয়ারী, এসএম শামসুল আরেফিন, উদ্যোক্তা শেয়ারহোল্ডার আলহাজ্ব কেএম হাবীব জামান, সফিকুর রহমান টিটু, কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা জামাল এমএ নাসের, ডিএমডি খসরু চৌধুরী,  সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ ও কোম্পানি সচিব মো. আব্দুল ওহাব মিয়ান উপস্থিত ছিলেন।

কোম্পানির বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার সভায় অংশ নেন। উপস্থিত শেয়ারহোল্ডারগণ তাদের বক্তব্যে কোম্পানির বর্তমান অগ্রগতি ও সাফল্যের জন্য পরিচালনা পর্ষদকে ধন্যবাদ জানান। সভাপতির বক্তব্যে চেয়ারম্যান মোরশেদ আলম এমপি উপস্থিত শেযারহোল্ডারদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে কোম্পানির অগ্রযাত্রা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।