এফআর টাওয়ারে আগুন, নিহতদের ৩ পরিবারে ন্যাশনাল লাইফের দাবি পরিশোধ

ডেস্ক রিপোর্ট: বনানীর এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের ৩ পরিবারের মাঝে গ্রুপ বীমার দাবি পরিশোধ করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স। নামমাত্র প্রিমিয়ামে সর্বমোট ৯ লাখ ৬২ হাজার ৮৯১ টাকার চেক হস্তান্তর করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বীমা কোম্পানিটি।

ন্যাশনাল লাইফ জানিয়েছে, এফআর টাওয়ারে অবস্থিত হেরিটেজ এয়ারের অফিসে কর্মরত সকলেই ওই অগ্নিকাণ্ডে নিহত হন। এর মধ্যে মকসুদুর রহমান, মো. নাহিদুল ইসলাম ও মো. আব্দুল্লাহ আল-মামুন প্রিমিয়ার ব্যাংকের ক্রেডিট কার্ডধারী ছিলেন।

গ্রুপ বীমার চুক্তির আওতায় উক্ত ৩ জনের পরিবারের সদস্যদের নিকট ন্যাশনাল লাইফ সম্প্রতি প্রিমিয়ার ব্যাংকের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যথাক্রমে ৩ লাখ ৪৩ হাজার ৩৮৫ টাকা, ৩ লাখ ১০ হাজার ৭২৪ টাকা এবং ৩ লাখ ৮ হাজার ৭৮২ টাকা সর্বমোট ৯ লাখ ৬২ হাজার ৮৯১ টাকার চেক হস্তান্তর করে।

চেক হস্তান্তর করেন ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা জামাল এম এ নাসের ও প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম রেজাউল করিম। এ সময় প্রিমিয়ার ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল জব্বার চৌধুরী, কার্ড ডিভিশনের প্রধান মামুন রশীদ ও ন্যাশনাল লাইফের গ্রুপ বীমা ডিভিশনের প্রধান কাজী মো. মহসীন উপস্থিত ছিলেন।