জেনিথ ইসলামী লাইফের সিটি প্রজেক্টে দিনব্যাপী প্রশিক্ষণ

ডেস্ক রিপোর্ট: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে সম্প্রতি চালু করা সিটি প্রজেক্টের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২৯ মে, ২০২১) কোম্পানির প্রধান কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বীমা কোম্পানিটি এ তথ্য জানিয়েছে।

সারাদেশ থেকে বাছাইকৃত প্রকল্পের ৩০ জন ফিনান্সিয়াল এসোসিয়েট (এফএ) নিয়ে ৬ মাসব্যাপী ‘রোডম্যাপ ট্রেনিং ফর এফএ টু বিএম’ কর্মসূচির অংশ হিসেবে এই কর্মশালা আয়োজন করা হয়। কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান এর উদ্বোধন করেন।

উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাসকুরুল হকের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র ডিজিএম নিজাম উদ্দিন। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন লায়ন কে এম শহিদুল ইসলাম। কোম্পানির ভাইস প্রেসিডেন্ট শারমিন আখতার অনুষ্ঠান পরিচালনা করেন।