জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে আইডিআরএ'র আলোচনা সভা

ডেস্ক রিপোর্ট: ২৩ জুলাই জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে বীমাখাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষ (আইডিআরএ) । ২৭ জুলাই বৃহস্পতিবার কর্তৃপক্ষের দপ্তরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষের পরিচালক (উপসচিব) আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হকের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যান (চলতি দায়িত্ব) গকুল চাঁদ দাস। 

কর্তৃপক্ষের সদস্য মো. মুরশিদ আলম, নির্বাহী পরিচালকবৃন্দ, পরিচালকবৃন্দ, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব সাঈদ কুতুবসহ সকল করপোরেশন, লাইফ ও নন-লাইফ বীমা কেম্পানির ব্যবস্থাপনা পরিচালক/মূখ্য নির্বাহী কর্মকর্তাবৃন্দ এতে উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (যুগ্মসচিব) খলিল আহমদ। বীমা করপোরেশন/লাইফ ও নন-লাইফ বীমা কেম্পানির ব্যবস্থাপনা পরিচালক/মূখ্য নির্বাহী কর্মকর্তাবৃন্দ দিবসটিকে সাফল্যমণ্ডিত করতে করণীয় এবং বীমা সেবা প্রদানে সহজীকরণের বিভিন্ন দিক তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে ‘জাতীয় পাবলিক সার্ভিস দিবস’ বিষয়ে প্রেক্ষাপট তুলে ধরে গকুল চাঁদ দাস জানান, সরকার যেমন এমডিজি'স এর লক্ষ্য পূরণ করতে সক্ষম হয়েছে তেমনিভাবে এসডিজি'স এর লক্ষ্যসমূহ পূরণে সরকারের সাথে সকলের একসঙ্গে কাজ করতে হবে। (সংবাদ বিজ্ঞপ্তি)