ভিয়েতনামের বীমাখাতে ২৪.৪% প্রবৃদ্ধি

ইন্টারন্যাশনাল ডেস্ক: চলতি বছরের প্রথমার্ধে ২৪.৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে ভিয়েতনামের বীমাখাত। গত জানুয়ারি থেকে জুন পর্যন্ত দেশটিতে ৫৮.৬ ট্রিলিয়ন ডং তথা ২.৬ বিলিয়ন মার্কিন ডলার প্রিমিয়াম সংগ্রহ হয়েছে। ভিয়েতনামের অর্থমন্ত্রণালয়ের আওতাধীন ইন্স্যুরেন্স সুপারভাইজরি এজেন্সি এ তথ্য প্রকাশ করেছে।

ইন্স্যুরেন্স সুপারভাইজরি এজেন্সি আরো জানিয়েছে, জুন শেষে ভিয়েতনামের বীমা কোম্পানিগুলোর সর্বমোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৩৩৭ ট্রিলিয়ন ডং তথা ১৪.৮ বিলিয়ন মার্কিন ডলার। যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৭.৩ শতাংশ বেশি।

এরআগে ২০১৭ সালে সর্বমোট ১০৫.৬ ট্রিলিয়ন ডং তথা ৪.৭ বিলিয়ন মার্কিন ডলার প্রিমিয়াম সংগ্রহ করে ভিয়েতনামের বীমাখাত। যা আগের বছর অর্থাৎ ২০১৬ সালের চেয়ে ২১.২ শতাংশ বেশি। এজেন্সি'র বরাতে স্থানীয় সংবাদমাধ্যম ভিএনইকোনমি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

২০১৮ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ভিয়েতনামের বীমা কোম্পানিগুলো তাদের পলিসি গ্রাহকদের ১৬.৩ ট্রিলিয়ন ডং তথা ৭১৯ মিলিয়ন মার্কিন ডলার দাবি পরিশোধ করে। এছাড়াও স্থানীয় অর্থনীতিতে ২৭৭.৪ ট্রিলিয়ন ডং তথা ১২.২ বিলিয়ন মার্কিন ডলার অর্থের যোগান দিয়েছে দেশটির বীমাখাত।