৩ বীমা কোম্পানিতে ৪০ বিলিয়ন রুপি বিনিয়োগ করবে ভারত সরকার

ইন্টারন্যাশনাল ডেস্ক: আগামী অর্থবছরে ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন তিনটি সাধারণ বীমা কোম্পানিতে বিনিয়োগ করার কথা ভাবছে সরকার। সেজন্য প্রায় ৫৬৮ মিলিয়ন মার্কিন ডলার (৪০ বিলিয়ন রুপি) নির্ধারণের কথাও জানা গেছে। কোম্পানি তিনটি হলো- ন্যাশনাল ইন্স্যুরেন্স, ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স ও ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স।

কোম্পানিগুলোর আর্থিক স্বচ্ছলতা বাড়াতে দেশটির সরকার এই মূলধন বিনিয়োগ করতে যাচ্ছে। এছাড়া দেশটির বীমা বাজারকে শক্তিশালী ও রাজস্ব আয় বাড়াতে কোম্পানি তিনটিকে একত্রিত করে পরিচালনা ও বিনিয়োগ করার প্রয়োজন বলে মনে করা হচ্ছে।

ধারণা করা হচ্ছে, কোম্পানি তিনটিকে এককভাবে পরিচালনা করা হলে সেটিই হবে ভারতের সবচেয়ে বড় নন-লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি।

ফিনান্সিয়াল এক্সপ্রেসের প্রতিবেদনে জানানো হয়েছে, ন্যাশনাল ইন্স্যুরেন্স ও ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্সের স্বচ্ছলতার অনুপাত বর্তমানে ১.৫। অন্যদিকে কোম্পানি তিনটির শেয়ার বাজারে বিনিয়োগের হার ৩৫ শতাংশ।