বয়স ৩০ হওয়ার আগেই স্বাস্থ্য বীমা প্রত্যাশা করে ভারতীয়রা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে ৮৫ শতাংশ মানুষ মনে করেন ৩০ বছরের আগেই স্বাস্থ্য বীমা করা উচিত। তার মধ্যে ২০ শতাংশ মানুষেরেই কোনো স্বাস্থ্য বীমা পলিসি নেই। সম্প্রতি ভারতের স্বাস্থ্য ও জীবনযাপন বিষয়ক এক কোম্পানির জরিপে এসব তথ্য প্রকাশ পেয়েছে।

জরিপে বলা হয়েছে, ৯০ শতাংশ সুস্থ-সবল মানুষ বিশ্বাস করেন তাদের প্রিমিয়ামের হার কম রাখা উচিত। আর ৭০ শতাংশ মানুষ তাদের স্বাস্থ্যগত সব সমস্যা বীমা কোম্পানিগুলোকে জানাতে আগ্রহী এবং প্রিমিয়ামে বিশেষ সুবিধা চান।

জরিপে আরও বলা হয়, সাধারণ মানুষের বীমা সম্পর্কে বিভ্রান্তিকর ধারণা থাকায় তারা পলিসি গ্রহণে নিরুৎসাহিত ও দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে। এছাড়া বীমার উচ্চমূল্যও তাদেরকে বাধাগ্রস্ত করে।

ভারতীয়রা স্বাস্থ্য বীমার ক্ষেত্রে স্বল্প খরচ, উন্নত চিকিৎসা, দ্রুত বিল পরিশোধ এবং ভালো হাসপাতাল প্রত্যাশা করছেন। অন্যদিকে মেডিকেল চেক-আপ, ওষুধ খরচ, অ্যাম্বুলেন্স খরচ, দন্ত চিকিৎসা, অস্ত্রোপচারসহ নানা সুযোগ-সুবিধা তারা বীমা সেবার মাধ্যমে পেতে চান।

এদিকে বীমাগ্রহীতারা বীমাকৃত সব সুবিধা দ্রুত ও সহজে নিষ্পত্তি করতে বীমা কোম্পানিগুলোকে আহবান জানিয়েছেন।