চীনে ৩৬ বীমা কোম্পানির মূলধন বেড়েছে ৯.৬ বিলিয়ন ডলার

আন্তর্জাতিক ডেস্ক: চীনের ইন্স্যুরেন্স এসোসিয়েশনের তথ্য অনুসারে, ২০১৮ সালে দেশটির ৩৬টি বীমা কোম্পানির মূলধন ৯.৬ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে। কোম্পানিগুলোর মধ্যে ১৭টি লাইফ বীমা এবং বাকি ১৬টি নন-লাইফ বীমার আওতায় রয়েছে।

সম্প্রতি এশিয়া ইন্স্যুরেন্স রিভিউ পত্রিকায় এসব তথ্য প্রকাশ করা হয়েছে।

২০০১ সালে চীন আনুষ্ঠানিকভাবে বিশ্ব বাণিজ্য সংস্থায় প্রবেশ করে। তখন থেকে চীনের বীমা শিল্পও বিশ্বজুড়ে উন্মুক্ত হয়। বীমা শিল্পের সব বাধা পেরিয়ে বিশ্বায়নের সঙ্গে পাল্লা দিতে সক্ষম হয় চীন।

বিশ্ব বাণিজ্য সংস্থায় অন্তর্ভুক্তির সময় দেয়া বীমা শিল্পের সব প্রতিশ্রুতি সাফল্যের সঙ্গে বাস্তবায়ন করে দেশটি। এছাড়া বিদেশি বীমা কোম্পানির ব্যবসার সীমাবদ্ধতা দূর করেছে চীন। বর্তমানে বিশ্বের বড় বড় বিমা প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে চীনের বীমা কোম্পানিগুলো।