স্বাস্থ্য বীমার আওতায় ভারতের ৫৬% নাগরিক

ইন্টারন্যাশনাল ডেস্ক: স্বাস্থ্য বীমার আওতায় ভারতের ৫৬ শতাংশ নাগরিক। এরমধ্যে ২৫ শতাংশ নাগরিক সরকারি বা কর্মরত অফিসের অর্থায়নে স্বাস্থ্য বীমা সুবিধা গ্রহণ করছেন। আর ৩১ শতাংশ নাগরিক ব্যক্তিগতভাবে স্বাস্থ্য বীমা কভারেজ গ্রহণ করেছেন। বাকী ৪৪ শতাংশের কোন স্বাস্থ্য বীমা নেই।

ভারতের ৬টি বৃহৎ শহর কোলকাতা, বেঙ্গালোর, চেন্নাই, দিল্লী, মুম্বাই ও পুনের ৪ হাজার ১৫৬ নাগরিকের (৫১% নারী) ওপর পরিচালিত জরিপে এ তথ্য উঠে এসেছে। দেশটির বেসরকারি গবেষণা সংস্থা ক্রোম ডাটা এনালাইটিকস অ্যান্ড মিডিয়া (সিডিএএম) এ জরিপ কার্যক্রম পরিচালনা করেছে।

জরিপে অংশগ্রহণকারীদের ৪১ শতাংশের মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বীমা লাইফ ইন্স্যুরেন্স। এছাড়া ৩৭ শতাংশ মনে করেন যানবাহনের বীমাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। স্বাস্থ্য বীমাকে গুরুত্বপূর্ণ বলেছেন ৩৬ শতাংশ। আর বাড়ি-ঘরের বীমাকে গুরুত্বপূর্ণ বলেছেন ৫ শতাংশ এবং ভ্রমণ বীমাকে গুরুত্বপূর্ণ বলেছেন ১ শতাংশ।

সিডিএএম'র প্রতিষ্ঠাতা পঙ্কজ কৃষ্ণ জানান, অনেকের একাধিক বীমা কভারেজ রয়েছে। তবে যাদের স্বাস্থ্য বীমা কভারেজ আছে তাদের বেশিভাগের বীমা অংকই ২ লাখ রুপির নিচে। অনেক ক্ষেত্রে হার্ট প্রতিস্থাপনের মতো গুরুতর অসুস্থ্যতার কোন কভারেজ গ্রহণ করা হয় না।

বাধ্যতামূলক হওয়ায় যানবাহনের বীমা কভারেজের পরিমাণ অনেক বেশি। একইভাবে লাইফ বীমাও দেশটিতে জনপ্রিয়। তবে পর্যায়ক্রমে ভালো বীমা পরিকল্পের কারণে নয়, লাইফ বীমা জনপ্রিয় হয়েছে ট্যাক্স সুবিধার কারণে, যুক্ত করেন সিডিএএম'র প্রতিষ্ঠাতা।

তথ্য মতে, জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে যাদের স্বাস্থ্য বীমা আছে, তদের ১৬ শতাংশের বীমা অংক ১ লাখ রুপির কম। এছাড়া ১-২ লাখ রুপি বীমা অংকের পলিসি সংখ্যা ১৬ শতাংশ, ২-৫ লাখ রুপির পলিসি ১৮ শতাংশ, ৫-১০ লাখ রুপি বীমা অংকের পলিসি ৫ শতাংশ এবং ১০ লাখ রুপির ওপরে বীমা অংকের পলিসি ১ শতাংশ।

সিডিএএম'র প্রতিষ্ঠাতা পঙ্কজ কৃষ্ণের মতে, দুশ্চিন্তার বিষয় হলো- কিছু বিত্তশালী রয়েছেন, যাদের স্বাস্থ্য বীমা কভারেজ গ্রহণের যথেষ্ট সুযোগ রয়েছে কিন্তু তারা এর যথাযথ গুরুত্ব অনুধাবন করতে পারেননি।

ক্রোমের জরিপের তথ্য অনুসারে, সরকারি ব্যয়ে পরিচালিত বীমা পরিকল্প প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা (পিএমএসবিওয়াই) সবচেয়ে বেশি সাড়া জাগিয়েছে। আরেক বীমা পরিকল্প রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনা (আরএসবিওয়াই) জনগণকে মেডিকেল ইন্স্যুরেন্স সেবা প্রদান করছে।

এক্ষেত্রে দারিদ্র সীমার নিচে (বিপিএল) ৫ সদস্যের পরিবারকে ৩০ হাজার রুপির বীমা সুবিধা দিচ্ছে। ভারতে দারিদ্র সীমার নিচে যারা বাস করছেন তাদের দিনপ্রতি ব্যয় ক্ষমতা ধরা হয় নগরে ৩৩ রুপি এবং গ্রামে ২৭ রুপি।

ইন্ডিয়ান ব্রান্ড ইকুয়িটি ফাউন্ডেশনের তথ্য মতে, ২০১৫-১৬ তে স্বাস্থ্য বীমার আওতায় ৩৬ কোটি মানুষের বীমা পলিসি ছিল। যা দেশটির মোট জনসংখ্যার প্রায় ৩০ শতাংশ।