সম্পদ কমেছে ১৩ লাইফ বীমা কোম্পানির

নিজস্ব প্রতিবেদক: ২০১৮ সালে দেশের ৩২টি লাইফ বীমা কোম্পানির মধ্যে ১৩টির সম্পদ কমে গেছে। আর বাকী ১৯টি কোম্পানির সম্পদ বেড়েছে। তবে সার্বিকভাবে লাইফ বীমাখাতে সম্পদ বেড়েছে ৫ শতাংশ। আলোচ্য বছরে লাইফ বীমায় মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৩৮ হাজার ৯০২ কোটি ৬৩ লাখ টাকা। যা আগের বছর ২০১৭ সালে ছিল ৩৭ হাজার ৫২ কোটি ৩৬ লাখ টাকা। সম্প্রতি লাইফ বীমাকারীর ব্যবসার দক্ষতা মূল্যায়ন প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে আইডিআরএ।

তথ্য অনুসারে, ২০১৮ সালে সবচেয়ে বেশি সম্পদ কমেছে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের, ৩৭.৪৩ শতাংশ। আলোচ্য বছরে কোম্পানিটির সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৪৯ কোটি ৫০ লাখ টাকা। যা ২০১৭ সালে ছিল ২৩৮ কোটি ৯৪ লাখ টাকা। অর্থাৎ ২০১৮ সালে ৮৯ কোটি ৪৪ লাখ টাকার সম্পদ কমেছে পদ্মা ইসলামী লাইফের।

২০১৮ সালে ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্সের সম্পদ কমেছে ৩২.০৫ শতাংশ। আলোচ্য বছরে কোম্পানিটির সম্পদের পরিমাণ ১৪ কোটি ২১ লাখ টাকা। আগের বছরে এই সম্পদের পরিমাণ ছিল ২০ কোটি ৯১ লাখ টাকা। সে হিসাবে ২০১৮ সালে ডায়মন্ড লাইফের সম্পদ কমেছে ৬ কোটি ৭০ লাখ টাকা। 

সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্সের সম্পদ কমেছে ৪৮ কোটি ৫২ লাখ টাকা বা ২৫.২৮ শতাংশ। ২০১৮ সালে কোম্পানিটির মোট সম্পদের পরিমাণ ১৪৩ কোটি ৩৬ লাখ টাকা। যা আগের বছর ২০১৭ সালে ছিল ১৯১ কোটি ৮৮ লাখ টাকা।

পপুলার লাইফ ইন্স্যুরেন্সের সম্পদ কমেছে ৫৬৩ কোটি ২৩ লাখ টাকা। যা কোম্পানিটির মোট সম্পদের ২২.২৩ শতাংশ। হিসাব অনুসারে, ২০১৭ সালে পপুলার লাইফের সম্পদ ছিল ২ হাজার ৫৩৩ কোটি ২৯ লাখ টাকা। যা কমে ২০১৮ সালে দাঁড়িয়েছে ১ হাজার ৯৭০ কোটি ৬ লাখ টাকা।

এ ছাড়াও ২০১৮ সালে সানলাইফ ইন্স্যুরেন্সের সম্পদ কমেছে ৫৮ কোটি ৭০ লাখ টাকা। যা কোম্পানিটির মোট সম্পদের ১৬.৬৩ শতাংশ। আলোচ্য বছরে কোম্পানিটির সম্পদের পরিমাণ ২৯৪ কোটি ৩৫ লাখ টাকা। এর আগে ২০১৭ সালে কোম্পানিটির সম্পদের পরিমাণ ছিল ৩৫৩ কোটি ৫ লাখ টাকা।

নিয়ন্ত্রক সংস্থা কর্তৃক সম্প্রতি ১ম বর্ষ ব্যবসা বন্ধ করে দেয়া বায়রা লাইফ ইন্স্যুরেন্সের সম্পদ কমেছে ২০ কোটি ১৭ লাখ টাকা বা ১৭.২৪ শতাংশ। ২০১৭ সালে কোম্পানিটির সম্পদ ছিল ১১৭ কোটি টাকা। যা ২০১৮ সালে এসে কমে দাঁড়িয়েছে ৯৬ কোটি ৮৩ লাখ টাকা।

২০১৮ সালে গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্সের সম্পদ কমেছে ২১ কোটি ৯৬ লাখ টাকা, যা মোট সম্পদের ১০.২৪ শতাংশ। ২০১৭ সালে কোম্পানিটির মোট সম্পদ ছিল ২১৪ কোটি ৩৮ লাখ টাকা। যা কমে ২০১৮ সালে দাঁড়িয়েছে ১৯২ কোটি ৪২ লাখ টাকা।

ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সম্পদ কমেছে ১.১৮ শতাংশ বা ৫০ কোটি ১২ লাখ টাকা। তথ্য অনুসারে, ২০১৭ সালে কোম্পানিটির মোট সম্পদ ছিল ৪ হাজার ২৫৫ কোটি ৬৮ লাখ টাকা। যা কমে গিয়ে ২০১৮ সালে দাঁড়িয়েছে ৪ হাজার ২০৫ কোটি ৫৬ লাখ টাকা।

২০১৮ সালে স্বদেশ লাইফ ইন্স্যুরেন্সের সম্পদ কমেছে ১ কোটি ৬৪ লাখ টাকা বা ৯.২০ শতাংশ। ২০১৭ সালে কোম্পানিটির মোট সম্পদ ছিল ১৭ কোটি ৮৭ লাখ টাকা। যা কমে ২০১৮ সালে দাঁড়িয়েছে ১৬ কোটি ২৩ লাখ টাকা।

এদিকে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের সম্পদ কমেছে ৬ কোটি ৬ লাখ টাকা। তথ্য অনুসারে, ২০১৭ সালে কোম্পানিটির মোট সম্পদ ছিল ১ হাজার ১০২ কোটি ৯৮ লাখ টাকা। ২০১৮ সালে যা কমে দাঁড়িয়েছে ১ হাজার ৯৬ কোটি ৯২ লাখ টাকা।

২০১৮ সালে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সম্পদ কমেছে ১ কোটি ৬ লাখ টাকা, যা কোম্পানিটির মোট সম্পদের ৪.১৭ শতাংশ। ২০১৭ সালে কোম্পানিটির মোট সম্পদ ছিল ২৫ কোটি ৩৬ লাখ টাকা। যা কমে ২০১৮ সালে দাঁড়িয়েছে ২৪ কোটি ৩০ লাখ টাকা।

এনআরবি গ্লোবাল লাইফ ইন্স্যুরেন্সের সম্পদ কমেছে ৬৮ লাখ টাকা, যা মোট সম্পদের ৩.৭৬ কোটি টাকা। ২০১৭ সালে কোম্পানিটির মোট সম্পদ ছিল ১৮ কোটি ১৩ লাখ টাকা। যা ২০১৮ সালে কমে দাঁড়িয়েছে ১৭ কোটি ৪৫ লাখ টাকা।

জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সম্পদ কমেছে ৬৯ লাখ টাকা, যা মোট সম্পদের ৩.০২ শতাংশ। ২০১৭ সালে কোম্পানিটির সম্পদ ছিল ২২ কোটি ৯২ লাখ টাকা। যা ২০১৮ সালে এসে দাঁড়িয়েছে ২২ কোটি ২৩ লাখ টাকা।