বাংলাদেশের বীমাখাতের বর্তমান অবস্থা

নিজস্ব প্রতিবেদক: দেশের লাইফ ও নন-লাইফ বীমাখাতের অবস্থা তুলে ধরেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । ২০১৭ ও ২০১৮ সালের তথ্যের ভিত্তিতে সম্প্রতি কর্তৃপক্ষের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এক নজরে বাংলাদেশের বীমাখাত। ইন্স্যুরেন্সনিউজবিডি’র পাঠকদের জন্য সেটি তুলে ধরা হলো।

নিয়ন্ত্রক সংস্থার ২০১৮ সালের তথ্য অনুসারে, দেশে লাইফ বীমা কোম্পানির সংখ্যা ৩২টি এবং নন-লাইফ বীমা কোম্পানির সংখ্যা ৪৬টি। এরমধ্যে ১টি লাইফ ও ১টি নন-লাইফ বীমা প্রতিষ্ঠান রাষ্ট্রীয় মালিকানাধীন। এ ছাড়াও জরিপকারী প্রতিষ্ঠান রয়েছে ১৩৭টি। ২০১৮ সালের হিসাব অনুসারে দেশের ১ কোটি ৮২ লাখ জনসাধারণ বীমার আওতায়।