মন্ত্রিপরিষদের বৈঠকে জাতীয় বীমা দিবস অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে প্রতি বছর ১ মার্চ জাতীয় দিবস বীমা দিবস পালনের সিদ্ধান্ত মন্ত্রিপরিষদের বৈঠকে অনুমোদন পেয়েছে। গতকাল বুধবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদের বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বৈঠক শেষে সাংবাদিকদের জানান, প্রতি বছরের ১ মার্চ ‘জাতীয় বীমা দিবস’ হিসেবে ঘোষণার এবং তৃণমূলের জনগণকে দিবসটি সম্পর্কে অবগত করার লক্ষ্যে দিবসটি যথাযথভাবে উদযাপন করার প্রস্তাবও অনুমোদন করেছে মন্ত্রিপরিষদ।

সচিব আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পর দেশে বীমা শিল্প চালু করেছিলেন। বঙ্গবন্ধু ১৯৬০ সালের ১ মার্চ বীমা কোম্পানিতে যোগ দিয়েছিলেন বলে সভায় ১ মার্চ জাতীয় বীমা দিবস হিসেবে উদযাপন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই শিল্পের প্রসারে বঙ্গবন্ধু ‘বাংলাদেশ বীমা জাতীয়করণ আদেশ ১৯৭২ ও ইন্স্যুরেন্স করপোরেশন অ্যাক্ট ১৯৭৩’ প্রণয়ন করেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর বীমা প্রতিষ্ঠানসমূহের চেয়ারম্যান এবং মূখ্য নির্বাহী কর্মকর্তাদের সাথে এক বৈঠকে প্রতিবছরের ১ মার্চ জাতীয় বীমা দিবস হিসেবে পালনের ঘোষণা দেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ২০২০ সালের ১ মার্চ থেকে জাতীয়ভাবে দিবসটি উদযাপন করা হবে বলেও জানান অর্থমন্ত্রী।

ওই বৈঠকে বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট শেখ কবির হোসেন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু বীমা পেশায় চাকরি করতেন এটা আমাদের জন্য খুবই গর্বের বিষয়। বঙ্গবন্ধুর যোগদানের তারিখটিকেই আমরা বীমা দিবস হিসেবে পালন করবো। ১৯৬০ সালের ১ মার্চ বঙ্গবন্ধু আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগদান করেন বলেও জানান বিআইএ প্রেসিডেন্ট।