গ্রাহকসেবা বাড়াতে বীমা পক্ষ পালন করবে আইডিআরএ

নিজস্ব প্রতিবেদক:গ্রাহকসেবা বাড়াতে বীমা পক্ষ পালন করবে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । মুজিব বর্ষ থেকে প্রতিবছর দেশব্যাপী এ পক্ষ পালন করা হবে। খুলনা বীমা মেলা উপলক্ষ্যে আজ বুধবার কর্তৃপক্ষের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। 

আইডিআরএ চেয়ারম্যান মো. শফিকুর রহমান পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কর্তৃপক্ষের সদস্য গকুল চাঁদ দাস, বোরহান উদ্দিন আহমেদ, ড. এম মোশাররফ হোসেন; কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) ড. শেখ মহ. রেজাউল ইসলাম, খলিল আহমদ; পপুলার লাইফের সিইও এবং বিআইএফ'র প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী প্রমুখ।

আইডিআরএ চেয়ারম্যান জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিবস তথা মুজিব বর্ষ যথাযোগ্য মর্যাদায় উদযাপন এবং এ উপলক্ষ্যে বিশেষ পলিসি চালু করা হবে। মুজিব বর্ষ থেকে প্রতিবছর দেশব্যাপী গ্রাহক সেবায় বীমা পক্ষ পালন করা হবে। খুলনা বীমা মেলায় মুজিব অঙ্গন স্থাপন করা হবে বলেও জানান তিনি।