জেনিথ ইসলামী লাইফের স্টলে আইডিআরএ কর্মকর্তারা

নিজস্ব প্রতিবেদক: খুলনা বীমা মেলায় জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের স্টল পরিদর্শন করেছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র কর্মকর্তারা। বীমা মেলার উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রথমেই তারা জেনিথ ইসলামী লাইফের স্টলে আসেন। এসময় আইডিআরএ কর্মকর্তারা জেনিথ ইসলামী লাইফের সফলতা কামনা করেন।

আইডিআরএ কর্মকর্তাদের মধ্যে ছিলেন, সদস্য বোরহান উদ্দিন আহমেদ, সদস্য ড. এম মোশারফ হোসেন এফসিএ এবং নিবার্হী পরিচালক ড. শেখ মহ. রেজাউল ইসলাম। এ সময় বীমা কোম্পানিটির মূখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান, সিনিয়র ডিএমডি মুহাম্মদ কামরুল ইসলাম, পিডি মো. আলতাফ হোসেন ও খুলনা অফিস ইনচার্জ মো. সাইফুল্লাহ উপস্থিত ছিলেন।

এর আগে সকাল থেকেই জেনিথ ইসলামী লাইফের স্টলে দর্শনার্থীদের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়। উৎসাহ ও উদ্দীপনা নিয়েই তারা বীমা কোম্পানিটির বিভিন্ন পণ্যের সুযোগ সুবিধা সম্পর্কে জানার চেষ্টা করেন। আর জেনিথ ইসলামী লাইফ কর্তৃপক্ষও তাদেরকে সুন্দরভাবে পলিসি এবং অন্যান্য বিষয়ে স্বচ্ছ ধারণা প্রদান করেন। এতে উৎসুক দর্শনার্থীরা বীমা সম্পর্কে অনেক অজানা বিষয় জানতে পারেন। অনেকে মেলাস্থলেই বীমা সুবিধা গ্রহণ করেন।

জেনিথ ইসলামী লাইফের মূখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান বলেন, আমরা বীমা বিষয়ে গ্রাহকদের ভুল ধারণা দূর করার চেষ্টা করছি। তাদের বিভিন্ন সমস্যার সমাধান দেয়ারও চেষ্টা করছি। বীমার সুবিধাগুলো যথাসাধ্য জানানোর চেষ্টা করছি। অনেক দর্শনার্থী এখন বীমা করতে আগ্রহ প্রকাশ করছেন। অনেকে মেলার স্টলে বসেই বীমাপত্র পূরণ করেছেন। বীমা মেলার কারণেই এটা সম্ভব হয়েছে। এজন্য আমরা কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞ।