ক্ষুদ্রবীমা নিয়ে কাল বিআইএ'র সেমিনার

নিজস্ব প্রতিবেদক: ক্ষুদ্রবীমা নিয়ে আঞ্চলিক সেমিনার আয়োজন করেছে বীমা কোম্পানির মালিকদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ) । "প্রোটেক্টিং দ্যা পুওর: ইমার্জিং মাইক্রো ইন্স্যুরেন্স মার্কেট ইন সাউথ এশিয়া" শীর্ষক এ সেমিনার আগামীকাল সোমবার বেলা ১টা থেকে ঢাকা ক্লাবে অনুষ্ঠিত হবে।

বিআইএ'র প্রেসিডেন্ট শেখ কবির হোসেনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি থাকবেন ইন্স্যুরেন্স ইন্সটিটিউট অব ইন্ডিয়া এর সেক্রেটারি জেনারেল পি ভেনুগোপাল ।

এছাড়া আইডিআরএ চেয়ারম্যান শফিকুর রহমান পাটোয়ারী, অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সেক্রেটারি মো. ইউনুসুর রহমান, বিআইএ'র ফার্স্ট ভাইস-প্রেসিডেন্ট প্রফেসর রুবিনা হামিদ এবং সেমিনার কমিটির আহবায়ক কে এম মোরতুজা আলী বক্তব্য রাখবেন।