দায় (Liability) কি ও কত প্রকার

মো. মামুনুল হাসান, এসিআইআই:  দেশের প্রত্যেকটি নাগরিকের প্রত্যাশা প্রতিটি ব্যক্তি তাদের কার্যক্রম এমনভাবে পালন করবে যাতে অন্য কোন ব্যক্তির কোন ক্ষতি না হয়। যখন তার কার্যক্রম বা দায়িত্ব ঠিকমত পালন করে না তখন তাকে অবহেলা বলে। তখন যদি তার ওই অবহেলার জন্য অন্য কোন ব্যক্তি আহত হয় অথবা তার সম্পত্তির ক্ষতি হয় সেই ক্ষেত্রে আহত ব্যক্তি বা ক্ষতিগ্রস্ত ব্যক্তি ওই অবহেলাকারীর বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ করার অধিকার রাখে এবং অবহেলাকারী ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে ক্ষতিপূরণ দেয়ার জন্য দায়বদ্ধ থাকে।

এটি Tort থেকে উদ্ভূত এবং তা দায় আইনের একটি অঙ্গ (This arises out of Tort- A body of Liability Law) ।

অবহেলার ফলাফল:

১) আহত বা ক্ষতিগ্রস্ত ব্যক্তি অবহেলাকারী বা যার দ্বারা আহত বা ক্ষতিগ্রস্ত হয়েছে তার বিরুদ্ধে আদালতে মামলা করতে পারবে।

২) অবহেলার জন্য যে চারটি প্যারামিটার দরকার তা এই অবহেলার মামলার মধ্যে বিদ্যমান আছে কি না আদালত তা দেখবে।

৩)  যদি প্যারামিটারগুলো বিদ্যমান থাকে তাহলে আদালত আহত ব্যক্তিকে বা পক্ষকে ক্ষতিপূরণ প্রদান করবে।

এই ক্ষতিপূরণটি যে ব্যক্তি তার দায়িত্ব বা কর্তব্য লংঘন করেছে তাকে প্রদান করতে হবে।

দায়বদ্ধতার প্রকারভেদ (Type of Liability):

১) Tort Liability- অন্যায় দায়।

২) Statutory- সংবিধিবদ্ধ দায়।

৩) Vicarious Liability- ভিকারিয়াস দায়বদ্ধতা।

৪) Absolute Liability- সম্পূর্ণ দায়বদ্ধতা।

৫) Strict Liability- কঠোর দায়।

৬) Cross Liability- ক্রস দায়।

(চলবে....)

লেখক: সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড।