বীমা কর্মচারীদের বেতন কাঠামো প্রসঙ্গে

এ কে এম এহসানুল হক, এফসিআইআই: বীমা খাতে কর্মরত বীমা কর্মচারীদের বেতন কাঠামো তৈরির উদ্দেশ্য নিয়ে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এক বছরের অধিক সময় ধরে কাজ করছে। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হওয়া সত্ত্বেও আজ অবধি কর্তৃপক্ষ এর কোন সুরাহা করতে পারেনি।

বীমা খাতে কর্মরত হাজার হাজার কর্মচারী বিষয়টি নিয়ে বেশ দুঃশ্চিন্তার মধ্যে আছে এবং তাদের মাঝে এক প্রকার হতাশা বিরাজ করছে।

সুনির্দিষ্ট বেতন কাঠামোর অভাবে এসব কর্মচারী বিশেষ করে নিম্ন বেতনভুক্ত কর্মচারীরা আর্থিক সংকটের মধ্য দিয়ে দিন যাপন করছে। এর আশু সুরাহা হওয়া প্রয়োজন।

যত দ্রুত সম্ভব বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করে তা বাস্তবায়নে সুদৃঢ় পদক্ষেপ গ্রহণ করবে, কর্তৃপক্ষের কাছে বীমা কর্মচারীদের এমনটাই প্রত্যাশা।

আশা করি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বিষয়টি বিশেষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে বীমা কর্মচারীদের সাহায্যে এগিয়ে আসবে।