1378

07/11/2025

ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট বিষয়ে বিআইপিডি’র প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০১৮

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ ইন্সটিটিউট ফর প্রফেশনাল ডেভেলপমেন্ট (বিআইপিডি) আয়োজিত ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট বিষয়ে দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ ও ২৭ সেপ্টেম্বর রাজধানীর ৩৯ দিলকুশাতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচী উদ্বোধন করেন বিআইপিডি’র ডিরেক্টর জেনারেল কাজী মোঃ মোরতুজা আলী।

এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত আইজিপি মোঃ নাজমুল হক, পিপিএম, সাবেক ডিআইজি মোঃ মতিয়ার রহমান, বিআইএম’র সাবেক পরিচালক মোঃ মোস্তফা কামাল খান, ডন সামদানী ফেসিলিটেশন ও কনসালটেন্সির সিআইও গোলাম সামদানী ডন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি এ তথ্য জানিয়েছে।

কোর্সটি বিশেষভাবে মধ্য ও উর্ধ্বতন পর্যায়ের কর্মকর্তাদের জন্য তৈরি করা হয়েছি। বিশেষ করে আর্থিক ও অ-আর্থিক প্রতিষ্ঠান যেমন ব্যাংক, বীমা, মার্চেন্ট ব্যাংক, এমএফআই/এনজিও এর কর্মকর্তাদের জন্য বিশেষ উপযোগী ছিল। অনুষ্ঠান শেষে অংশগ্রহনকারীদের সার্টিফিকেট প্রদান করা হয় বলেও জানিয়েছে বিআইপিডি।