1905

04/01/2025

বিকেলে জেনিথ ইসলামী লাইফের উন্নয়ন সম্মেলন

প্রকাশ: ২৬ এপ্রিল ২০১৯

নিজস্ব প্রতিবেদকঃ ২০১৮ সালে ব্যবসা সফল কর্মকর্তাদের নিয়ে কক্সবাজারে আনন্দ ভ্রমণ ও উন্নয়ন সম্মেলন ২০১৯ আয়োজন করেছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স।আজ শুক্রবার বিকেল ৫টায় লংবীচ হোটেলে অনুষ্ঠিত হচ্ছে এ সম্মেলন। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। 

কোম্পানির চেয়ারম্যান ফরিদুন্নাহার লাইলী, ভাইস চেয়ারম্যান রেজাকুল হায়দার, পরিচালক এটিএম এনায়েত উল্লাহ, মো. আব্দুল জলীল এবং কর্মকর্তা-কর্মচারীসহ সারাদেশ থেকে চার শতাধিক ব্যবসা সফল উন্নয়ন কর্মকর্তা অংশ নিচ্ছেন এবারের সম্মেলনে।

কোম্পানির সিইও (সিসি) এসএম নুরুজ্জামান অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। ইন্স্যুরেন্স নিউজ বিডি'কে তিনি জানান, সম্মেলন উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার  থেকেই কর্মকর্তারা  কক্সবাজারে আসতে শুরু  করেছেন। এবারের সম্মেলন আরো আনন্দদায়ক ও ফলপ্রসু হবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।