2106

07/15/2025

সানলাইফ ইন্স্যুরেন্সের শরীয়াহ কাউন্সিলের সভা অনুষ্ঠিত

প্রকাশ: ৮ আগষ্ট ২০১৯

ডেস্ক রিপোর্ট: সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানির শরীয়াহ কাউন্সিলের এক সভা সম্প্রতি প্রধান কার্যালয়ের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়। শরীয়াহ কাউন্সিলের নবনিযুক্ত সভাপতি হাফেজ মাওলানা প্রফেসর ড. শহীদুল ইসলাম বারাকাতী’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কোম্পানির ব্যবসা বৃদ্ধি ও শরীয়াহ পরিপালনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় কোম্পানির পরিচালক ড. কাজী আকতার হামিদ, মুখ্য নির্বাহী কর্মকর্তা একেএম শরীফুল ইসলাম, প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ মুসা, মুফতী মাওলানা মানসুরুল হক, ডিএমডি (অর্থ ও হিসাব) ও কোম্পানি সচিব মো. রবিউল আলম এফসিএস এবং ইসলামী একক বীমা (তাকাফুল) প্রকল্প পরিচালক ও সিনিয়র এএমডি ড. আ ই ম নেছার উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। (সংবাদ বিজ্ঞপ্তি)