2158

07/12/2025

অর্থমন্ত্রীর কাছে বীমা মালিকদের ১৪ দাবি

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০১৯

নিজস্ব প্রতিবেদক: বীমা খাতের উন্নয়নে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের কাছে ১৪টি দাবি উত্থাপন করেছে বীমা কোম্পানিগুলো। বীমা কোম্পানিগুলোর মালিকদের পক্ষ থেকে এসব দাবি তুলে ধরেন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)’র প্রেসিডেন্ট শেখ কবির হোসেন।

আজ রোববার ৭৮টি লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানির চেয়ারম্যান ও মূখ্য নির্বাহী কর্মকর্তাদের সাথে অর্থমন্ত্রীর মতবিনিময় সভায় এসব দাবি তুলে ধরা হয়। রাজধানীর শের-ই-বাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে এ মতিবিনিময় অনুষ্ঠিত হয়।

বীমা মালিকদের দাবিগুলোর মধ্যে রয়েছে-

করপোরেট কর হার ৩৫ শতাংশ ধার্য করা,

ভবনের বীমা বাধ্যতামূলক করা,

থার্ড পার্টি বীমা বাতিল করা,

সাধারণ বীমা করপোরেশনকে পুনর্বীমা প্রতিষ্ঠানে রূপান্তরিত করা,

বেসরকারি খাতে পুনর্বীমার লাইসেন্স প্রদান,

পুনর্বীমা কমিশনের বিপরীতে ১৫ শতাংশ উৎসে মূল্য সংযোজন কর মওকুফ,

পুনর্বীমা প্রিমিয়ামের উপর উৎসে কর রহিতকরণ,

নন-লাইফ বীমা কর্তৃক গৃহিত স্বাস্থ্য বীমার উপর ১৫ শতাংশ ভ্যাট মওকুফ,

জীবন বীমা পলিসি হোল্ডারদের পলিসি বোনাসের উপর ৫ শতাংশ গেইন ট্যাক্স মওকুফ,

কৃষি বীমার প্রিমিয়ামের উপর মূল্য সংযোজন কর ও করপোরেট কর রহিতকরণ,

বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমিকে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অধীনে পরিচালনা করা,

অনলাইন বীমা পলিসি চালুর ক্ষেত্রে ইলেক্ট্রনিক স্বাক্ষর চালু,

অনলাইন ভিত্তিক বীমার প্রিমিয়ামের উপর মূল্য সংযোজন কর রহিতকরণ এবং

নতুন সামাজিক পণ্যে ট্যাক্স এবং ভ্যাট ছাড়।