2178

09/14/2025

সানলাইফের ক্ষুদ্রবীমা প্রকল্পসমূহের যৌথ মাসিক উন্নয়ন সভা

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০১৯

ডেস্ক রিপোর্ট: সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ক্ষুদ্রবীমা প্রকল্পসমূহ তথা গণমুখী বীমা, ইসলামিক আ’সান বীমা ও লোকমুখী বীমার যৌথ মাসিক উন্নয়ন সভা সম্প্রতি কোম্পানির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোম্পানিটি এ তথ্য জানিয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা একেএম শরীফুল ইসলাম। তিনি মাঠ পর্যায়ে অধিক হারে নতুন কর্মী নিয়োগ ও নিয়মিত প্রশিক্ষণ প্রদানের বিষয়ে সকলকে নির্দেশনা প্রদান করেন।

কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (ব্যবসায় উন্নয়ন) এসএম আসলাম রেজাসহ সংশ্লিষ্ট প্রকল্পের প্রকল্প পরিচালকগণ, প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং মাঠ পর্যায়ের সিনিয়র উন্নয়ন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।