2182

07/02/2025

গার্ডিয়ান লাইফের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০১৯

ডেস্ক রিপোর্ট: ‘শ্রেষ্ঠত্বের উদ্দেশ্যে’ এই নীতিতে ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করলো গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স। এ উপলক্ষ্যে গতকাল বুধবার রাজধানীর পুলিশ প্লাজা কনকর্ডের ঢাকা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বর্ণাঢ্য আয়োজন করে প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানের নানা পর্বের মধ্যে ছিল কেক কাটা, র‌্যাফেল ড্র এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

এতে উপস্থিত ছিলেন গার্ডিয়ান লাইফের স্পন্সর এবং পৃষ্ঠপোষকগণ; তপন চৌধুরী, নিহাদ কবির, সৈয়দ আফজাল হাসান উদ্দিন এবং দিলীপ কাজুরি। পরিচালকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ আখতার হাসান উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গার্ডিয়ান লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম।

গত ৬ বছর জুড়ে বাংলাদেশের দ্রুততম ক্রমবর্ধমান লাইফ বীমা কোম্পানি হিসেবে উদ্ভাবন, আর্থিক অন্তর্ভুক্তি, অল্টারনেট বিজনেস মডেল, ডিজিটাল চ্যানেল ডেভেলপমেন্ট এবং ব্র্যান্ডিং ও কমিউনিকেশন খাতে গার্ডিয়ান লাইফের ছিল উল্লেখযোগ্য অবদান। সামনের বছরগুলোতে গার্ডিয়ান লাইফ আরো নানা সাফল্য অর্জনে দৃঢ়প্রতিজ্ঞ। (সংবাদ বিজ্ঞপ্তি)