2272

07/06/2025

পদ্মা ইসলামী লাইফের সাবেক সিইও গোলাম রব্বানী আর নেই

প্রকাশ: ৯ নভেম্বর ২০১৯

নিজস্ব প্রতিবেদক: পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সাবেক মূখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) গোলাম রব্বানী চৌধুরী আর নেই। গতকাল শুক্রবার রাতে উত্তরার নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন) । সংশ্লিষ্ট একাধিক সূত্র তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

জানা গেছে, গোলাম রব্বানী চৌধুরী ২০০৮ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত পদ্মা ইসলামী লাইফের মূখ্য নির্বাহী কর্মকর্তা পদে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি জীবন বীমা করপোরেশন, ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং বায়রা লাইফ ইন্স্যুরেন্সে দায়িত্ব পালন করেন।

গোলাম রব্বানীর বাড়ি হবিগঞ্জের ফতেহপুরে, সেখানেই তার দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। ব্যক্তি জীবনে তার দু'টি ছেলে রয়েছে। প্রবীণ এই বীমা ব্যক্তিত্বের জন্য শোক প্রকাশ করেছেন বীমাখাত সংশ্লিষ্টরা। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছে ইন্স্যুরেন্সনিউজবিডি।