2359

07/15/2025

অপরাধ সনাক্তকরণ বিশেষজ্ঞের প্রয়োজনীয়তা

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০১৯

এ কে এম এহসানুল হক, এফসিআইআই: অপরাধ আবিষ্কার বা সনাক্তকরণ বিশেষজ্ঞের (Forensic Expert) প্রধান কাজ হচ্ছে দুর্ঘটনাস্থল থেকে বৈজ্ঞানিক পদ্ধতিতে পরখ বা পরীক্ষার মাধ্যমে দুর্ঘটনার সাথে জড়িত অপরাধ সংক্রান্ত তথ্য এবং প্রমাণাদি সংগ্রহ করা।

আদালতের বিশেষ নির্দেশে সাধারণত এই ধরনের পরীক্ষার ব্যবস্থা করা হয়।

এটি একটি বিশেষায়িত পেশা যার জন্য বিশেষ ধরনের শিক্ষা যেমন Degree in Criminology ইত্যাদি, অভিজ্ঞতা এবং দক্ষতার প্রয়োজন।

দুর্ঘটনা যেমন হত্যাকাণ্ড, অগ্নিকাণ্ড, সন্দেহজনক বা অস্বাভাবিক প্রতীয়মান হলে, সেই সমস্ত ক্ষেত্রে অপরাধ সনাক্তকরণ বা অপরাধ সংক্রান্ত তথ্য প্রমাণাদি সংগ্রহের নিমিত্তে এই সকল বিশেষজ্ঞের সেবা নিয়োজিত করা হয়।

বহির্বিশ্বে এই পেশার গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশেও এই পেশার উচ্চ চাহিদা রয়েছে। তবে বেসরকারি খাতে প্রয়োজনীয় সুযোগ সুবিধার অভাব এবং বিশেষজ্ঞদের স্বল্পতা বা অপ্রতুলতার কারণে বিশেষ করে বীমা কোম্পানি অগ্নিকাণ্ডের অন্তর্রালে লুকায়িত বা আচ্ছাদিত এবং গোপনীয় অপরাধ সনাক্তের সুযোগ থেকে অনেক ক্ষেত্রেই বঞ্চিত হচ্ছে।