2536

11/03/2025

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে আইডিআরএ’র আলোচনা সভা ও দোয়া

প্রকাশ: ১৮ মার্চ ২০২০

নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও বিশেষ দোয়া পরিচালনা করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । আজ বুধবার বেলা ৩টায় কর্তৃপক্ষ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে।

স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধুর জীবন ও রাজনৈতিক সংগ্রাম শীর্ষক এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. শফিকুর রহমান পাটোয়ারী। মিলাদ ও দোয়া পরিচালনা করেন মতিঝিল এজিবি কলোনী মসজিদের ঈমাম হাফেজ মাওলানা মুয়াল্লিম ইসলাম।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, ইন্স্যুরেন্স একাডেমি, ইন্স্যুরেন্স এসোসিয়েশন, ইন্স্যুরেন্স ফোরাম, বিআইএসডিপি, সার্ভেয়র্স এসোসিয়েশনসহ বীমাখাত সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।