2537

07/01/2025

প্রাইম ইন্স্যুরেন্সের বার্ষিক শাখা সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশ: ১৮ মার্চ ২০২০

ডেস্ক রিপোর্ট: প্রাইম ইন্স্যুরেন্সের কোম্পানি লিমিটেডের বার্ষিক শাখা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ মার্চ কোম্পানির প্রধান কার্যলয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বীমা কোম্পানিটি।

সম্মেলনে ৩১ ডিসেম্বর ২০১৯ সালে সমাপ্ত বছরের ব্যবসার লক্ষ্যসমূহ বিশ্লেষণ করা হয় এবং ব্যবসা অর্জনের নানা কৌশল নিয়ে আলোচনা করা হয়। এ ছাড়াও ব্যবসায়িক দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধি এবং শাখাসমূহের ব্যবসা লক্ষ্য ২০২০ অর্জনের জন্য পরিমাপযোগ্য লক্ষ্য সমূহ অর্জনের বিষয় নিয়েও আলোচনা করা হয়।

প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারপারসন মো. জাকি উল্লাহ সাহিদ, পরিচালক মো. নজরুল ইসলাম, স্বতন্ত্র পরিচালক এ জেড এম সাজ্জাদুর রহমান ও পরিচালক রাহেলা হোসেন প্রমুখ শাখা সম্মেলনে উপস্থিত ছিলেন।