2716

07/06/2025

গ্রাহকের মৃত্যুদাবির চেক হস্তান্তর করলো জেনিথ ইসলামী লাইফ

প্রকাশ: ২ জুলাই ২০২০

ডেস্ক রিপোর্ট: বীমা গ্রাহক মরহুম আবদুল হালিমের মৃত্যুদাবির ১ লাখ ১৪ হাজার ৯৩০ টাকার চেক গ্রাহকের স্ত্রী ও পলিসির নমিনি মোসাম্মৎ ফিরোজার নিকট হস্তান্তর করেছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

আজ বৃহস্পতিবার রাজধানীর বাড্ডা মডেল সার্ভিস সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান এই চেক হস্তান্তর করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেনিথ ইসলামী লাইফ এ তথ্য জানিয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির ডিএমডি মো. সাইফুল ইসলাম, কোম্পানি সচিব আবদুর রহমান, ডিজিএম (উন্নয়ন প্রশাসন) মো. নিজাম উদ্দিন, এসইভিপি মো. আবু জাফর ও বাড্ডা মডেল সার্ভিস সেন্টারের উন্নয়ন কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, বীমা গ্রাহক মরহুম আবদুল হালিম মাসিক ১ হাজার  টাকা করে ৩৫টি কিস্তি বাবদ ৩৫ হাজার টাকা জমা করে মৃত্যুবরণ করেন।