2750

11/18/2025

বরিশালে পপুলার লাইফের নিজস্ব ভবন উদ্বোধন

প্রকাশ: ১৭ জুলাই ২০২০

ডেস্ক রিপোর্ট: বরিশাল বিভাগে সম্প্রতি নিজস্ব ভবনের শুভ উদ্বোধন করেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনের উদ্বোধন ঘোষণা করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বীমা কোম্পানিটি এ তথ্য জানিয়েছে।

বিশেষ অতিথি ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, ডিএমডি মো. নওশের আলী নাঈম, কোম্পানির মেডিকেল অফিসার ডা. মাহমুদুল হাসান ইমন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোম্পানির প্রকল্প পরিচালক এবং অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএমডি সৈয়দ মোতাহার হোসেন।