2824

07/12/2025

কর্ণফুলী ইন্স্যুরেন্সের বিনিয়োগকারীদের ১০% নগদ লভ্যাংশ অনুমোদন

প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২০

ডেস্ক রিপোর্ট: ২০১৯ সালের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত কোম্পানির ৩৩তম বার্ষিক সাধারণ সভায় বিনিয়োগকারীদের জন্য এ লভ্যাংশ অনুমোদন দেয়া হয়। আন্ডাররাইটিং মুনাফা এবং মোট সম্পদ বৃদ্ধি পাওয়ায় সভায় বিনিয়োগকারীরা সন্তোষ প্রকাশ করেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বীমা কোম্পানিটি।

কোম্পানির চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন ভাইস-চেয়ারম্যান নাসির উদ্দিন আহমদ, পরিচালক মিসেস সবিতা ফেরদৌসী, রিয়াজ উদ্দিন আহমেদ, লে. কর্নেল এম শামসুদ্দিন আহমেদ (অব.), এন সি রুদ্র, স্বাধীন পরিচালক প্রফেসর মো. আনসার আলী, মো. ইউসুফ আলী হাওলাদার, মোহাম্মদ আহসান ইবনে কবির এবং কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এ এন এম, ফজলুল করিম মুন্সী।