2893

03/29/2024

চার্টার্ড একাউন্ট্যান্টস ফার্ম তালিকাভুক্ত করছে আইডিআরএ

প্রকাশ: ৮ অক্টোবর ২০২০

নিজস্ব প্রতিবেদক: চার্টার্ড একাউন্ট্যান্টস ফার্ম তালিকাভুক্ত করছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । আগামী ২৫ অক্টোবরের মধ্যে আগ্রহী প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করতে বলা হয়েছে।  রোববার এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বীমাখাতের এই নিয়ন্ত্রক সংস্থা।

আইডিআরএ সূত্রে জানা গেছে, অডিট প্যানেলে তালিকাভুক্ত চার্টার্ড একাউন্ট্যান্টস ফার্মের মাধ্যমে বীমা কোম্পানির বিধিবদ্ধ নিরীক্ষা (স্ট্যাটুটরি অডিট), বিশেষ নিরীক্ষা (স্পেশাল অডিট), তদন্ত (ইনভেস্টিগেশন), সম্পত্তি মূল্যায়ন (এসেট ভ্যালূয়েশন)সহ কর্তৃপক্ষের অন্যান্য কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে।

এক্ষেত্রে সংশ্লিষ্ট নিরীক্ষক বা নিরীক্ষা ফার্মের অংশীদার চার্টার্ড একাউন্ট্যান্ট হতে হবে।  নিরীক্ষা ফার্ম হলে চার্টার্ড একাউন্ট্যান্টদের একটি অংশীদারী সংস্থা হতে হবে। বাংলাদেশ চার্টার্ড একাউন্ট্যান্ট অর্ডার, ১৯৭৩ (পিও ২, ১৯৭৩) মোতাবেক (ক) বিদেশি অডিট ফার্মের সাথে এফিলিয়েশন আছে এমন ফার্মের ক্ষেত্রে দু’জন ফেলো অংশীদার, অথবা (খ) বিদেশি অডিট ফার্মের সাথে এফিলিয়েশন নেই এমন ফার্মের ক্ষেত্রে চারজন অংশীদার থাকতে হবে।

বিদেশি ফার্মের সাথে এফিলিয়েশন থাকুক বা না থাকুক আবেদনকারী অডিট ফার্মের দু’জনের ফেলো অংশীদারের ন্যূনতম সাত বছরের প্র্যাকটিসিং অভিজ্ঞতা থাকেত হবে। নিরীক্ষা ফার্মের প্রত্যেক অংশীদারের কমপক্ষে ১৫ (পনের) জন নিরীক্ষা স্টাফ থাকতে হবে।

তবে আবেদনকারী নিরীক্ষক বা ফার্মের কোন অংশীদার আদালত কর্তৃক কোন অপরাধের জন দোষী সাব্যস্ত বা দণ্ডিত হয়ে থাকলে এবং আবেদনকারী নিরীক্ষক বা ফার্মের কোন অংশীদার উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক শাস্তিপ্রাপ্ত হয়ে থাকলে অডিট প্যানেলে তালিকাভুক্তির অযোগ্য বলে বিবেচিত হবেন।