2961

04/20/2024

বীমাখাতে মুক্ত প্রতিযোগিতার প্রয়োজনীয়তা প্রসঙ্গে

প্রকাশ: ১২ নভেম্বর ২০২০

এ কে এম এহসানুল হক, এফসিআইআই: উন্মুক্ত অর্থনীতিতে প্রতিযোগিতাসুলভ মনোভাব দেশের অর্থনীতির জন্য স্বাস্থ্যকর এবং উপকারী, যা সকল প্রকার ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। বীমাখাত এর ব্যতিক্রম নয়।

সুস্থ প্রতিযোগিতা বীমাখাতের উন্নতিতে উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম। যেমন-

  • বীমা ব্যবস্থাপনা ও কর্মীদের সক্ষমতা এবং পেশাগত দক্ষতা বৃদ্ধি।
  • বীমা কোম্পানির ব্যবসার প্রবৃদ্ধিতে সহায়তা।
  • উন্নতমানের গ্রাহক সেবা প্রদান।
  • নতুন বীমা প্রোডাক্ট উদ্ভাবন।
  • বীমা দাবি দ্রুত নিষ্পত্তি ইত্যাদি।

এ ব্যাপারে কোন ধরণে সংকীর্ণতা বা সীমাবদ্ধতা বীমাখাতের জন্য মোটেই কল্যাণকর বা কাম্য নয়।

বীমাখাতের সার্বিক উন্নতি এবং প্রগতির জন্য সুস্থ প্রতিযোগিতা একন্তই আবশ্যক। এর কোন বিকল্প নাই।

বীমাখাতের সাথে সংশ্লিষ্ট সকলের ব্যাপারটি গভীরভাবে অনুধাবন করা প্রয়োজন।