3105

11/17/2025

জেনিথ ইসলামী লাইফের সিটি প্রকল্পের কার এচিভার সেলিব্রেশন ও উন্নয়ন সভা

প্রকাশ: ২৪ জানুয়ারী ২০২১

ডেস্ক রিপোর্ট: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সিটি প্রকল্পের কার এচিভার সেলিব্রেশন ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বীমা কোম্পানিটি এ তথ্য জানিয়েছে।

ডিএমডি (উন্নয়ন) সৈয়দ মাসকুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান। সভায় ব্যবসায়িক সফলতা অর্জন করায় কোম্পানির বিএম ডা. শারমিন আক্তারের নিকট গাড়ির চাবি হস্তান্তর করা হয়। সভায় বিভিন্ন পদমর্যাদার শতাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।