3144

07/01/2025

ডেল্টা লাইফের দায়িত্ব নিলেন প্রশাসক সুলতান-উল-আবেদীন মোল্লা

প্রকাশ: ১১ ফেব্রুয়ারী ২০২১

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি বীমা কোম্পানি ডেল্টা লাইফের দায়িত্ব গ্রহণ করলেন নবনিযুক্ত প্রশাসক ও কর্তৃপক্ষের সাবেক সদস্য সুলতান-উল-আবেদীন মোল্লা। আজ বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি, ২০২১) বেলা ৪টা ১০ মিনিটে ডেল্টা লাইফ কার্যালয়ে গিয়ে তিনি দায়িত্ব বুঝে নেন।

এর আগে বীমা গ্রাহকদের স্বার্থ ক্ষুন্ন হওয়ার আশঙ্কায় ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের মূখ্য নির্বাহী কর্মকর্তা আদিব রহমানের নিয়োগ নবায়নের আবেদন নাকোচ করে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । এরপর আজ বৃহস্পতিবার কোম্পানিটিতে প্রশাসক নিয়োগ দিল কর্তৃপক্ষ।

উল্লেখ্য, সুলতান-উল-আবেদীন মোল্লা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগ থেকে সম্মানসহ  স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) রিসার্চ বিভাগে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু হয়।

আইডিআরএ যোগ দেয়ার আগে সুলতান-উল-আবেদীন মোল্লা যুক্তরাজ্যভিত্তিক ক্ষুদ্রবীমা গবেষণা কেন্দ্রের (এমআইআরসি) বাংলাদেশে আবাসিক প্রতিনিধি ছিলেন। কয়েকটি লাইফ বীমা কোম্পানিতে দায়িত্ব পালনসহ ১৫ বছরেরও বেশি সময় তিনি বীমা খাতে কাজ করেছেন।