Excellent Financial Associate Award-2016

দেশের বীমা শিল্পের উন্নয়ন, সুস্থ ও সুষ্ঠু প্রতিযোগিতামূলক বাজার পরিচালনার কৌশল উদ্ভাবন এবং দেশের বীমা ব্যবসাকে সেবা হিসেবে মর্যাদা দিয়ে আন্তর্জাতিক মানে উন্নীত করণের লক্ষ্যে বিভিন্নমুখী প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বীমা খাতের প্রথম ও একমাত্র নিউজ পোর্টাল ইন্স্যুরেন্সনিউজবিডি।
এ লক্ষ্যে বিভিন্ন তথ্য, নিবন্ধ, গবেষণাপত্র ও বিশ্লেষণ প্রকাশ করার পাশাপাশি এ খাতে নিয়োজিত মানব সম্পদ উন্নয়নেও বিভিন্ন প্রশিক্ষণ ও পরামর্শ প্রকাশ করছে পত্রিকাটি। এ খাতে নিয়োজিতদের উৎসাহিত করতে সম্মননা ও পুরষ্কার প্রদান করার কর্মসূচিও রয়েছে।
এ প্রচেষ্টার অংশ হিসেবে বীমা ব্যবসার মূল হাতিয়ার ফিন্যান্সিয়াল অ্যাসোসিয়েটদের মধ্য থেকে সফল ফিন্যান্সিয়াল অ্যাসোসিয়েটদের পুরষ্কৃত করার সিদ্ধান্ত নিয়েছে ইন্স্যুরেন্সনিউজবিডি। দেশজুড়ে ছড়িয়ে থাকা ফিন্যানন্সিয়াল অ্যাসোসিয়েটদের সার্বিক সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করা হচ্ছে।

বিশেষ বিবেচ্য বিষয়:
১। ২০১৫ ও ২০১৬ সালে সর্বোচ্চ প্রিমিয়াম সংগ্রহকারী ১২ জন পুরস্কার পাবেন।
২। কোম্পানিগুলোর প্রজন্ম ভিত্তিক ৪টি বিভাগে এ পুরস্কার প্রদান করা হবে।
৩। প্রতি বিভাগে পুরস্কার পাবেন ৩ জন।
৪। প্রতিযোগিতা হবে একক ও ক্ষুদ্র বীমার প্রিমিয়াম সংগ্রহের উপর।
৫। ১ম বর্ষ ও ২য় বর্ষের নবায়নে সর্বোচ্চ প্রিমিয়াম আয়কারী হতে হবে।
৬। আবেদন করতে হবে ১০ মার্চ ২০১৭ তারিখের মধ্যে।
৭। ২০ মার্চ ২০১৭ তারিখের মধ্যে ফলাফল ঘোষণা করা হবে।
৮। পুরস্কার প্রদান অনুষ্ঠান ৫ এপ্রিল-২০১৭।
৯। স্যুভেনিয়র প্রকাশ করা হবে।

আবেদন করার পদ্ধতি:
# নির্ধারিত ফরমে আবেদন করতে হবে । ইন্স্যুরেন্স নিউজবিডির ওয়েবসাইটে ফরম পাওয়া যাবে অথবা ফরম ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
# আবেদন পত্র হাতে হাতে বা ডাকযোগে অথবা ই-মেইলে পাঠানো যাবে

আবেদন পাঠানোর ঠিকানা:
মডার্ন ম্যানসন, (লেবেল-১২) অফিস নং-৬, ৫৩ মতিঝিল, ঢাকা।
ই-মেইল: inbdaward@gmail.com
আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে:
১। জাতীয় পরিচয় পত্র, কোম্পানির নিয়োগপত্র, লাইসেন্স’র ফটোকপি।
২। নিজ কোম্পানির মূখ্য নির্বাহী কর্তৃক সত্যায়িত প্রিমিয়াম আয়ের হিসাব
৩। ২ কপি সদ্য তোলা ছবি।
৪। স্যুভেনিয়রে প্রকাশের লক্ষ্যে সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত।

প্রকাশের তারিখ- ৮ নভেম্বর, ২০১৬