ফিন্যান্সিয়াল অ্যাসোসিয়েট অ্যাওয়ার্ড দিচ্ছে ইন্স্যুরেন্সনিউজবিডি

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরে সর্বোচ্চ প্রিমিয়াম সংগ্রহকারী ফিন্যান্সিয়াল অ্যাসোসিয়েটদের (এফএ) পুরস্কার দেয়ার উদ্যোগ নিয়েছে ইন্স্যুরেন্স নিউজবিডি। লাইফ বীমা খাতে ২০১৬ সালে প্রথম বর্ষ ও দ্বিতীয় বর্ষ বা নবায়নে সর্বোচ্চ প্রিমিয়াম সংগ্রহকারী ১২ জনকে এ পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছে বীমা ভিত্তিক দেশের একমাত্র অনলাইন নিউজ পোর্টালটি।

 ‘এক্সিলেন্ট ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট অ্যাওয়ার্ড- ২০১৬’ নামে এ পুরস্কার প্রদানের সার্বিক কর্মকাণ্ড শুরু করা হয়েছে। ১২ জন এক্সিলেন্ট ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট বাছাই করার জন্য ইতোমধ্যে জুরি বোর্ডের সদস্যদের নাম প্রস্তাব করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগ, আইডিআরএ, বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমী, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম থেকে একজন করে প্রতিনিধি এ জুরি বোর্ডে থাকছেন বলে আশা করছে আয়োজকরা।

দেশের লাইফ বীমা কোম্পানিগুলোকে প্রজন্ম ভিত্তিক ৪টি গ্রুপে ভাগ করে প্রতি বিভাগে ৩ জনকে পুরস্কার প্রদান করা হবে। প্রতিযোগিতা হবে একক ও ক্ষুদ্রবীমার প্রিমিয়াম সংগ্রহের উপর। আগামী ১০ জানুয়ারি ২০১৭ তারিখের মধ্যে আবেদন করতে হবে। এরপর ২০ জানুয়ারির মধ্যে ফলাফল ঘোষণা করা হবে এবং ৫ ফেব্রুয়ারি এক অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার প্রদান করা হবে। এ আয়োজন নিয়ে স্যুভেনিয়র প্রকাশ করা হবে।

আবেদন করতে হবে ইন্স্যুরেন্স নিউজবিডি’র ওয়েবসাইটে দেয়া নির্ধারিত ফরমে। সঠিকভাবে ফরম পূরণ করে হাতে হাতে বা ডাকযোগে অথবা ই-মেইলে আবেদনপত্র পাঠানো যাবে। আবেদন পাঠানোর ঠিকানা- মডার্ন ম্যানসন, (লেবেল-১২) অফিস নং-৬, ৫৩ মতিঝিল, ঢাকা। ই-মেইল নং- inbdaward@gmail.com

আবেদনপত্রের সঙ্গে জাতীয় পরিচয় পত্র, কোম্পানির নিয়োগপত্র, লাইসেন্স’র ফটোকপি, নিজ কোম্পানির মূখ্য নির্বাহী কর্তৃক সত্যায়িত প্রিমিয়াম আয়ের হিসাব, ২ কপি সদ্য তোলা ছবি এবং স্যুভেনিয়রে প্রকাশের লক্ষ্যে সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত।

প্রকাশের তারিখ- ১৪ নভেম্বর, ২০১৬