শেয়ার বিক্রি করবেন পদ্মা ইসলামী লাইফের রফিক  

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত পদ্মা ইসলামী লাইফের উদ্যোক্তা এ টি এম রফিক তার কাছে থাকা প্রতিষ্ঠানটির শেয়ার বিক্রি করবেন। বিদ্যমান বাজার দরে আগামী ৩১ অক্টোবরের মধ্যে পাবলিক মার্কেটে তিনি এ শেয়ার বিক্রি করবেন বলে বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে তথ্য প্রকাশ করা হয়েছে।

ডিএসই জানিয়ছে, এ টি এম রফিকের কাছে পদ্মা ইসলামী লাইফের ৮ লাখ ১৫ হাজার ২০০টি শেয়ার আছে। এই শেয়ার থেকে ৫০ হাজার শেয়ারই তিনি বিক্রি করে দিবেন।

এদিকে পদ্মা ইসলামী লাইফের সর্বশেষ ২০১২ সালে বিনিয়োগকারীদের ৮ শতাংশ বোনাস শেয়ার দিয়েছে। এরপর প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীদের আর কোন লভ্যাংশ দেয়নি। এমনকি ২০১২ সালের পর পদ্মা ইসলামী লাইফ ডিএসইর মাধ্যমে কোন আর্থিক প্রতিবেদনও প্রকশ করেনি।

ডিএসইর তথ্য অনুযায়ী, পদ্মা ইসলামী লাইফের মোট শেয়ারের ৫৬ দশমিক ৪৪ শতাংশ শেয়ার আছে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে। বাকি শেয়ারের মধ্যে ২৩ দশমকি ৫৩ শতাংশ সাধারণ বিনিয়োগকারী এবং ২০ দশমিক শূন্য ৩ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে আছে।