পপুলার লাইফের ৫ কোটি ১৬ লাখ টাকা বীমা দাবি পরিশোধ

ডেস্ক রিপোর্ট: বীমা গ্রাহকের ৫ কোটি ১৬ লাখ ২৩ হাজার ৩০৪ টাকার দাবি পরিশোধ করেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির লিমিটেড। সম্প্রতি এসব চেক হস্তান্তর উপলক্ষ্যে রাজধানীর আইডিইবি ভবনে গ্রাহক সমাবেশের আয়োজন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বীমা কোম্পানিটি এ তথ্য জানিয়েছে।

চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী। কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে সাবেক অতিরিক্ত সচিব ও কোম্পানির সিনিয়র কনসালট্যান্ট আবদুল আউয়াল হাওলাদার, সাবেক যুগ্ম সচিব ও কোম্পানির সিনিয়র কনসালট্যান্ট মো. আনিস উদ্দিন মিঞা, সাবেক প্রধান বীমা নিয়ন্ত্রক (ইনচার্জ) ও কোম্পানির সিনিয়র কনসালট্যান্ট রায় দেবদাস, ডিএমডি সৈয়দ মোতাহার হোসেন, মো. নওশের আলী নাঈম, মো. আবু তাহের, মো. হাবিবুর রহমান ও ইমাদ উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।