৩২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করল ডেল্টা লাইফ

ডেস্ক রিপোর্ট: ২০১৯ সালের প্রথমার্ধে ৩২০ কোটি টাকার বেশি বীমা দাবি পরিশোধ করেছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। মেয়াদপূর্তি, মৃত্যুদাবি ও স্বাস্থ্যসেবা খরচসহ বিভিন্ন বীমা দাবি বাবদ এসব অর্থ পরিশোধ করে কোম্পানিটি। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স এ তথ্য জানিয়েছে।

দেশের শীর্ষস্থানীয় এ লাইফ বীমা প্রতিষ্ঠানের তথ্য অনুসারে, পরিশোধিত ৩২০ কোটি টাকা বীমা দাবির মধ্যে রয়েছে ৩১ হাজার ২৮২ গ্রাহকের ১৫১ কোটি টাকার মেয়াদোত্তর বীমা দাবি, ১ হাজার ৩০৪ পরিবারের ৫ কোটি ৯২ লাখ টাকার মৃত্যুদাবি এবং ১২ হাজার ১৮৩ গ্রাহকের চিকিৎসা খরচ বাবদ ১৪ কোটি ৯২ লাখ টাকা।

এ বিষয়ে ডেল্টা লাইফের মূখ্য নির্বাহী কর্মকর্তা আদিবা রহমান বলেছেন, ডেল্টা লাইফের রয়েছে ৩ হাজার ৮৭৮ কোটি টাকার শক্তিশালী লাইফ ফান্ড যা প্রতিষ্ঠানের বীমা দাবি পরিশোধে সক্ষমতারই পরিচায়ক। ডেল্টা লাইফ সব সময়ই যেকোনো দাবি পরিশোধে এবং গ্রাহকদের স্বার্থ রক্ষায় সবচেয়ে বেশি গুরুত্ব প্রদান করে থাকে।

উল্লেখ্য, ডেল্টা লাইফের মূখ্য নির্বাহী কর্মকর্তা আদিবা রহমান এ বছর ওমেন ইন ইন্স্যুরেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড অর্জন করেছেন। সম্প্রতি ভারতীয় চেম্বার অফ কমার্স আয়োজিত ইমার্জিং এশিয়া অ্যাওয়ার্ড- এ বেস্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি হিসেবে নির্বাচিত হয়েছে ডেল্টা লাইফ।

বর্তমানে প্রায় ১৫ লাখ গ্রাহককে ২০ হাজারের বেশি এজেন্টের মাধ্যমে নিয়মিত সেবা দিয়ে চলেছে ডেল্টা লাইফ। সময়মতো বীমা দাবি পরিশোধে প্রতিষ্ঠানটি সবসময়ই সচেষ্ট । বিগত বেশ কয়েক বছর ধরেই প্রতিষ্ঠানটি নিয়মিত ৫০০ কোটি টাকারও বেশি বীমা দাবি পরিশোধ করে আসছে। বীমা গ্রাহকদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতে ডেল্টা লাইফ সর্বদাই প্রতিশ্রুতিবদ্ধ।