ব্রাহ্মণবাড়িয়ায় ন্যাশনাল লাইফের ৩ কোটি ৭৫ লাখ টাকা দাবি পরিশোধ

ডেস্ক রিপোর্ট: দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবাতে ৩ কোটি ৭৫ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করেছে। ৩০ আগস্ট কসবা পৌর শহরে কোম্পানির নিজস্ব কার্যালয়ে চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাহকদের মাঝে চেক বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোম্পানির চেয়ারম্যান মোরশেদ আলম এমপি ও পরিচালক মতিউর রহমান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা জামাল এম এ নাসের, ডিএমডি মো. কাজিম উদ্দিন, কসবা উপজেলা চেয়ারম্যান এডভোকেট রাশেদুল কাউসার ভূঁইয়া প্রমুখ বক্তব্য রাখেন।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী  আনিসুল হক এমপি প্রধান অতিথির বক্তব্যে বলেন, বিপদের সময় বীমা মানুষের পাশে দাঁড়ায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার বীমা শিল্পের উন্নয়নে কাজ করছে।

বিশেষ অতিথির বক্তব্যে কোম্পানির চেয়ারম্যান মোরশেদ আলম এমপি বলেন, বীমা শিল্প দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স প্রতি বছর সরকারকে বিপুল অংকের ট্যাক্স দিয়ে থাকে। বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিসহ দেশের সার্বিক উন্নয়নে ন্যাশনাল লাইফ কাজ করে যাচ্ছে।

পরে কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা জামাল এম এ নাসের সফল বীমা কর্মীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। কোম্পানির জনসংযোগ কর্মকর্তা আমির হোসেন জনি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।