গার্ডিয়ান লাইফ ভালোবাসার মাতৃভাষা সাংস্কৃতিক উৎসব উদ্বোধন

ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রাঙ্গনে গার্ডিয়ান লাইফ ভালোবাসার মাতৃভাষা সাংস্কৃতিক উৎসব ২০২০ এর উদ্বোধন করা হয়েছে। ঢাবি টিএসসি এবং স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে ১৫ থেকে ২৯ ফেব্রুয়ারি গার্ডিয়ান লাইফের এই সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হচ্ছে। 

সাংস্কৃতিক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আখতারুজ্জামান এবং গার্ডিয়ান লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম।

এছাড়াও অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র-শিক্ষক কেন্দ্রের সম্মানিত উপদেষ্টা অধ্যাপক ড. সৌমিত্র শেখর, থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. আহমেদুল কবির, গার্ডিয়ান লাইফের হেড অফ মার্কেটিং রুবায়েত সালেহীন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও সিনেট সদস্য সাদ্দাম হোসাইন, এজিএস এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এর সংস্কৃতি সম্পাদক আসিফ তালুকদার।

বইমেলা সংলগ্ন সকল অনুষ্ঠানের মধ্যে এই অনুষ্ঠানটি সর্বাধিক জনপ্রিয় ও বহুল আলোচিত একটি অনুষ্ঠান যা সংস্কৃতিমনা বৃহৎ জনগোষ্ঠীর মাঝে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় বিতর্ক সংসদের সভাপতি আবদুল্লাহ আল ফয়সাল এবং এতে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদের সভাপতি মনিরুজ্জামান মুন্না।

ফেব্রুয়ারি ব্যাপী আয়োজিত এ উৎসবে টিএসসির সামাজিক-সাংস্কৃতিক সংগঠন সমূহের পরিবেশনায় থাকবে নৃত্য, সংগীত, আবৃত্তি, নাটক, মূকাভিনয়, বিতর্ক, কুইজ প্রতিযোগিতা, চলচ্চিত্র প্রদর্শনী, স্থিরচিত্র প্রদর্শনী, ভাষাভিত্তিক রচনা প্রতিযোগিতা, ভাষা সাইকেল র‍্যালীসহ বর্ণিল সাংস্কৃতিক পরিবেশনা।

উল্লেখ্য, গতবছর ২০১৯ সালেও গার্ডিয়ান লাইফ ভাষার মাসে এই রকম সাংস্কৃতিক উৎসবের আয়োজন করে ছিলো। (সংবাদ বিজ্ঞপ্তি)