পোস্ট অফিসে ১০ লাখ টাকা পর্যন্ত বীমা সুবিধা

ইন্টারন্যাশনাল ডেস্ক: জীবন বীমা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এটি আপনার ও আপনার পরিবারের ভবিষ্যৎ সুরক্ষিত রাখে। ভারতে পোস্ট অফিসে ব্যাংকিং পরিষেবার পাশাপাশি গ্রাহকরা জীবন বীমা পরিষেবাও পেয়ে থাকেন। ১৮৮৪ সালে অর্থাৎ ব্রিটিশ আমলে পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স (পিআলআই) পাস করা হয়েছিল। এটিকেই ভারতের সবচেয়ে পুরনো জীবন বীমা স্কিম মনে করা হয়। এই স্কিমে গ্রাহকরা প্রায় ১০ লাখ টাকা পর্যন্ত জীবন বীমা করতে পারেন।

পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স প্লানটি ভারতে সুবিধা নামেও পরিচিত। এই স্কিমের সুবিধা হলো এটি পাঁচ বছর পরিবর্তন করা যেতে পারে। তবে পরিবর্তনকালে বীমাগ্রহীতার বয়স ৫৫ বছরের বেশি হলে চলবে না। আর যদি ছয় পর্যন্ত কোনও পরিবর্তন না করা হয় তাহলে পলিসি ‘হোল লাইফ অ্যাসুরেন্স’ (আজীবন) মনে হয় ৷

এই স্কিমে লোন নেয়ারও সুবিধা রয়েছে এবং তিন বছর পলিসি সমর্পন করতে পারবেন পলিসিহোল্ডারা ৷ পাঁচ বছরের আগে লোন নিলে বা পলিসি সমর্পন করলে বীমাকর্তা কোনও বোনাস পাবেন না ৷

প্ল্যানটি ‘সুমঙ্গল’ নামেও পরিচিত ৷ এই পলিসিতে ৫ লাখ টাকার বেশি বীমা করা যেতে পারে এবং এটি একটি মানি ব্যাক পলিসি ৷ যাদের সময় রিটার্নের দরকার তাদের জন্য এই পলিসিটি অত্যন্ত লাভজনক ৷ এই প্ল্যানে বীমাকর্তা সার্ভাইভাল বেনিফিট পান ৷

পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স এর এই দুটি প্ল্যানের সময়সীমা ১৫ ও ২০ বছর ৷ ১৫ বছরের বীমায় ৬ বছর পর বীমাকগ্রহীতাকে বীমার টাকার ২০ শতাংশ, ৯ বছরে ২০ শতাংশ, ১২ বছর পর ২০ শতাংশ ও ১৫ বছর পর ৪০ শতাংশ ও বোনাস দেয়া হয়।

২০ বছরের পলিসিতে ৮ বছর পর ২০ শতাংশ, ১২ বছর পর ২০ শতাংশ, ১৬ বছর পর ২০ শতাংশ, ১৬ বছর পর ২০ শতাংশ, ২০ বছর পর ৪০ শতাংশ ও বোনাস দেয়া হয়।