পুনর্বীমাকারীদের আকৃষ্ট করতে ভারতে বীমা আইন সংশোধন

ইন্টারন্যাশনাল ডেস্ক: ১৯৩৮ সালের বীমা আইন সংশোধন করেছে ভারত। দেশটির প্রথম ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল সার্ভিসেস সেন্টার (আইএফএসসি)-এ বিদেশি পুনর্বীমা কোম্পানিগুলোর প্রবেশ সহজ করতে এ সংশোধনী আনা হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।

দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজ রাজ্য গুজরাটে ইন্টারন্যাশনাল ফিনান্স টেক বা গিফট সিটিতে গড়ে তোলা হয়েছে আইএফএসসি। এটাকে বিশ্বের পুনর্বীমা কোম্পানিগুলোর বিনিয়োগের আকর্ষণীয় কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আইন সংশোধনের এ উদ্যোগ নেয়া হয়।

আর্থিক (২ নং) আইন, ২০১৯ অনুযায়ী, আইএফএসসি’তে বিদেশি কোন পুনর্বীমা কোম্পানির শাখা খুলতে হলে নেট ওউন্ড ফান্ডস (এনওএফ) থাকতে হবে ১ হাজার কোটি রুপি। এর আগে এই এনওএফ’র পরিমাণ নির্ধারিত ছিল ৫ হাজার কোটি রুপি।

দেশটির অর্থ মন্ত্রণালয়ের একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, রাষ্ট্রীয় মালিকানাধীন জেনারেল ইন্স্যুরেন্স করপোরেশন ২০১৭ সালে প্রথমবারের মতো আইএফএসসি’তে অফিস চালু করে। এই উদ্যোগের ফলে আইএফএসসি’তে বিদেশি পুনর্বীমা কোম্পানিগুলোর উপস্থিতি বাড়বে বলে আশা করা যাচ্ছে।