এশিয়ায় উত্তরাধিকার পরিকল্পনায় বীমা-ভিত্তিক আর্থিক সুরক্ষাই প্রধান অগ্রাধিকার

আন্তর্জাতিক ডেস্ক: এশিয়ার পরিবারগুলো এখন ক্রমবর্ধমানভাবে ভবিষ্যৎ প্রজন্মের আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে উত্তরাধিকার পরিকল্পনার ক্ষেত্রে বীমা ও আর্থিক সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। সান লাইফ এশিয়ার করা সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে, সম্পদ সংরক্ষণ ও প্রজন্মান্তরে তা স্থানান্তরের ক্ষেত্রে বীমা-ভিত্তিক আর্থিক সুরক্ষাই এখন এ অঞ্চলের পরিবারের মূল কৌশল হয়ে উঠেছে।
‘বিল্ডিং লাস্টিং লেগেসিস ইন এশিয়া’ শীর্ষক জরিপে দেখা যায়, ৭০ শতাংশ উত্তরদাতা পারিবারিক আর্থিক নিরাপত্তা নিশ্চিত করাকেই উত্তরাধিকার পরিকল্পনার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে চিহ্নিত করেছেন। এর পরেই রয়েছে স্পষ্ট ও সুসংগঠিত এস্টেট পরিকল্পনা (৫৩ শতাংশ) এবং পরবর্তী প্রজন্মের জন্য পর্যাপ্ত সম্পদ গঠন (৪৮ শতাংশ)।
তবে গবেষণাটি উদ্বেগজনক একটি বাস্তবতাও তুলে ধরে- ৬০ শতাংশ অংশগ্রহণকারী আশঙ্কা প্রকাশ করেছেন যে, তাদের সম্পদ সন্তানদের প্রজন্মের পর টিকবে না। আরও ৫৫ শতাংশের মতে, উত্তরাধিকারীরা সম্পদ ব্যবস্থাপনার প্রয়োজনীয় আর্থিক দক্ষতার ঘাটতিতে ভুগতে পারেন। মাত্র ৩১ শতাংশ উত্তরদাতা আত্মবিশ্বাসী যে তাদের পরবর্তী প্রজন্ম প্রাপ্ত সম্পদ সঠিকভাবে রক্ষা ও বৃদ্ধি করতে পারবে।
গবেষণাটি পরিচালিত হয়েছে এশিয়ার ছয়টি দেশে- হংকং, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর ও ভিয়েতনামে- মোট ৩,০০০ জন উত্তরদাতার ওপর। প্রতিবেদনে বলা হয়েছে, আগামী দশকে এশিয়া অঞ্চলে বিশ্বের অন্যতম বৃহৎ আন্তঃপ্রজন্ম সম্পদ স্থানান্তর ঘটতে যাচ্ছে, যা আর্থিক পরিকল্পনা, বীমা ও বিনিয়োগ খাতের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
বিশ্লেষকরা বলছেন, উত্তরাধিকার পরিকল্পনা এখন আর শুধু সম্পদ হস্তান্তরের প্রক্রিয়া নয়; বরং এটি ভবিষ্যৎ প্রজন্মের আর্থিক নিরাপত্তা, পারিবারিক স্থিতিশীলতা এবং দীর্ঘমেয়াদি সম্পদ ব্যবস্থাপনার এক অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। তাদের মতে, আর্থিক সুরক্ষার কাঠামো যত শক্তিশালী হবে, ততই ভবিষ্যৎ প্রজন্মের কাছে সম্পদের স্থায়িত্ব নিশ্চিত হবে।
এছাড়া, বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন- উত্তরাধিকার পরিকল্পনায় বীমা, বিনিয়োগ ব্যবস্থাপনা এবং আর্থিক সাক্ষরতার সমন্বিত কৌশল গ্রহণ করলেই এশিয়ার পরিবারগুলো তাদের সম্পদকে আরও টেকসইভাবে ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারবে। (সংবাদ সূত্র: এশিয়া ইন্স্যুরেন্স রিভিউ)

 (1).gif)


