গ্রাহকের টাকা আমাদের কাছে আমানত: এস এম নুরুজ্জামান

নিজস্ব প্রতিবেদক: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মূখ্য নির্বাহী কর্মকর্তা (সিসি) এস এম নুরুজ্জামান বলেছেন, গ্রাহকের টাকা আমাদের কাছে আমানত। তাই এ আমানত রক্ষা করা এবং এর পাওনাদারকে যথাযথভাবে ফেরত দেয়া আমাদের দায়িত্ব। আমরা এ লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।

আজ শনিবার সন্ধ্যায় কক্সবাজারের হোটেল সিলভার সাইনে অনুষ্ঠিত প্রকল্প-৮ এর উন্নয়ন সম্মেলনে তিনি এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, বীমা গ্রাহকের প্রিমিয়ামের টাকা পাওয়ার সাথে সাথে কোম্পানির ব্যাংক হিসাব অথবা বিকাশ ও রকেটে জমা করতে হবে। কোনভাবেই এ টাকা নিজের কাছে রাখা যাবে না।

কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জিএম (প্রশাসন) ও কোম্পানি সেক্রেটারি আবদুর রহমান ও ম্যানেজার (অডিট) মো. আবদুর রহমান।

এ ছাড়াও কোম্পানির পিডি মো. হাবিবুর রহমান, পিডি মো. জাহাঙ্গীর আলম, পিডি আনসারুল ইসলাম, পিডি মো. চান মিয়া, পিডি মো. মোশাররফ হোসেন মজনু, পিডি সজিব আলীসহ সারা দেশ থেকে দেড় শতাধিক বীমা কর্মী ও কর্মকর্তা উপস্থিত ছিলেন।