জেনিথ ইসলামী লাইফের পাইলট প্রকল্পে পিরোজপুরের ১০ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের পাইলট প্রকল্পে একসঙ্গে কাজ শুরু করলেন কোম্পানির পিরোজপুর সার্ভিস সেন্টারের ব্যবসা সফল ১০ কর্মকর্তা। কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা (সিসি) এস এম নুরুজ্জামান তাদের আনুষ্ঠানিকভাবে নিয়োগের ঘোষণা দেন।আজ রোববার সকালে কক্সবাজারের হোটেল সি প্যালেসে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

এস এম নুরুজ্জামান জানান, নতুন এ প্রকল্পে তাদের পদবি হবে ভাইস প্রেসিডেন্ট (উন্নয়ন) । সহজ শর্তে তাদের মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা। একইসঙ্গে টিএডিএ ও মোবাইল বিল বাবদ প্রতিমাসে আরো ২ হাজার টাকা পাবেন।

এ ছাড়াও পর্যায়ক্রমে তাদেরকে স্মার্টফোন, ল্যাপটপ, মোটরসাইকেল উপহার হিসেবে প্রদান করা হবে। নুতন এ প্রকল্পে নিয়োগ পাওয়া কর্মকর্তারা গ্রুপ বীমা সুবিধা পাবেন বলেও জানান জেনিথ ইসলামী লাইফের মূখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান।