প্রতিদিন ৫০০ লোককে ইফতার করান মেঘনা লাইফ চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক: প্রতিদিন ভোলার ৫০০ লোককে ইফতার করান দেশের বেসরকারি বীমা কোম্পানি মেঘনা ও কর্ণফুলি ইন্স্যুরেন্সের চেয়ারম্যান নিজাম উদ্দীন। ভোলার ৯৩টি মসজিদে প্রতিদিন এ ইফতার বিতরণ করা হয়। গত এক দশক ধরে ব্যক্তিগত অর্থায়নে এ ইফতার করাচ্ছেন তিনি। প্রতিদিন নানা শ্রেণিপেশার মানুষ এই ইফতার গ্রহণ করেন। রোজদার ব্যক্তিরা ইফতার করতে পেরে খুশী।

ইফতারে নারীদের জন্যও রয়েছে পৃথক ব্যবস্থা। শুধু মসজিদ নয়, বৃদ্ধা শ্রম ও এতিমখানাতেও তিনি ইফতারের আয়োজন করে থাকেন।

বীমাখাতে দানবীর হিসেবে পরিচিত নিজাম উদ্দীন বলেন, সমাজে অনেক অসহায় মানুষ আছেন যারা আর্থিকভাবে অস্বচ্ছল বা নানা অসুবিধার কারণে ঠিক মতো ইফতার করতে পারেন না। আমি মনেকরি সমাজে ধনী বা আর্থিকভাবে যারা সামর্থবান ব্যক্তিদের তাদের সাহায্যে এগিয়ে আসা উচত। ভোলা আমার নিজের এলাকা। এ এলাকার প্রতি আমার একটি দায়বদ্ধতা আছে। এ দিকটি বিবেচনায় নিয়ে আমি লোকদের ইফতারের ব্যবস্থা করেছি। এতে যেমন মহান আল্লাহপাক সন্তুষ্ট হন, তেমনি রোজাদারের মুখে হাসি ফুটে।

উল্লেখ্য, নিজাম-হাসিনা ফাউন্ডেশনেরও চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন নিজাম উদ্দীন। এছাড়া বীমা কোম্পানি ছাড়াও আরও কিছু আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে রয়েছেন তিনি।